চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

admin

শারজাহে জেলহত্যা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৭-১১-০৫ ২১:২৭:১২ || আপডেট: ২০১৭-১১-০৫ ২১:২৭:১২

এস ডি স্বপন, সংযুক্ত আরব আমিরাত, প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের  সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আছে বিধায় যুদ্ধাপরাধী ও জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার করা সম্ভব হয়েছে। একদিন ইতিহাসের সকল খলনায়কদের বিচারও সম্ভব হবে হয়তো। তাই আগামী সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার বিকল্প নাই। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ ও শারজাহ আওয়ামী লীগের যৌথ আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার শারজাহের একটি হোটেলে শারজাহ আওয়ামীলীগের আহবায়ক বচন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইউ,এ,ই,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস,এম,মহিউদ্দীন ইকবাল, সহসভাপতি কবির আহমেদ, শারজাহ ববঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, শারজাহ আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল আউয়াল, ফুজাইরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দীন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সহসভাপতি মোহাম্মেদ হোসেন মনু, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের সহসভাপতি বজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনছারুল হক আনছার, প্রবাসী সুনামগঞ্জ সমিতির সভাপতি শফিকুল হক ও গোলাপগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সামসুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন ইউ,এ,ই,যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু, শারজাহ আওয়ামীলীগের মোহাম্মদ নুর হোসেন, মোহাম্মেদ রুবেল শাহ্, আবদুল মন্নান, বিল্লাল আহমেদ, জবেদ আলী, হুমায়ূন কবির, আবু বক্কর, মাসুক আহমেদ,শারজাহ বঙ্গবন্ধু পরিষদের মনিরুজ্জামান মুনির, মুস্তাক আহমেদ, আশরাফুল কবির আরাফাত, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের মোহাম্মদ কামাল, আবুল কাশেম, শহিদুল আলম, শাহাদাত হোসেন, যুবলীগ নেতা হারুনুর রসিদ রঙ্গ, সিরাজুল হক, ফারুক আহমেদ, গোলাপগঞ্জ সমিতির মোহাম্মেদ সোহেল আহমেদ, ফারুক আহমেদ, সুনামগঞ্জ সমিতির আসমত আলী, সামসুন্নুর নূর, কয়সর আহমেদ, জাহেদ আহমেদ,কুলাউড়া সমিতির আবু সারওয়ার তালুকদার, মোহাঃ মসুদ আলী, নাসির আহমেদ সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮ জন সদস্য ৩ নভেম্বর জেলের ভিতরে শহিদ চার জাতীয় নেতা ও ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় সকল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *