চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: চট্টগ্রামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

প্রকাশ: ২০১৭-১১-০৫ ২২:৫১:৪৩ || আপডেট: ২০১৭-১১-০৫ ২২:৫১:৪৩

বীর কন্ঠ ডেস্ক:

আগামী নির্বাচন সংবিধান মেনে শেখ হাসিনার অধীনে হবে 

বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  মন্ত্রী বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আমেরিকায় যেভাবে নির্বাচন হয়। মালয়েশিয়ায় যেভাবে নির্বাচন হয়। দুনিয়ায় যেভাবে নির্বাচন হয়। সংসদীয় গণতন্ত্রের দেশে একই নিয়মে নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

 

রবিবার (৫ নভেম্বর) নগরীর মুসলিম হল মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

 

আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আর সেই নির্বাচনে যদি খালেদা জিয়া আসেন। মাঠেই খেলা হবে।  দেখবো সেই খেলায় কে জিতে, কে হারে।’

 

মন্ত্রী বলেন, ‘সামনে চ্যালেঞ্জ আসছে। সেই চ্যালেঞ্জ হলো নির্বাচনি চ্যালেঞ্জ। এই নির্বাচনে বিজয় ছাড়া আমাদের সামনে কোনও বিকল্প নেই। এই নির্বাচনি চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক বছর পর আসছে। এরকম নির্বাচন একমাত্র ৭০ সালের নির্বাচনের সময় এসেছিল। ৭০ সালে নির্বাচনে যখন বিজয় হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যদি মানুষের ভালোবাসায় আবার ক্ষমতায় ফিরে আসতে না পারেন। তাহলে অন্ধকারে পতিত হবে দেশ। আমি আপনি সবাই হারিয়ে যাবো। ’

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এম এ সালাম।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *