Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১২ ১৫:০১:০৫ || আপডেট: ২০১৭-১২-১২ ১৫:০৭:৩১
মোঃ এরশাদ, লোহাগাড়া (চট্টগ্রাম )প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আজ ১২ই ডিসেম্বর সকাল ১১টায় মালবাহী মিনি পিকআপ এবং মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। এবং সাথে থাকা আরো দু’জন গুরতর অাহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহত মোটরসাইকেল আরোহী সাতকানিয়া পৌরসভার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র, বশির আহমদ (৩২)।
সে পেশায় একজন পল্লী চিকিসৎসক, লোহাগাড়া উপজেলার আধুনগর বাস ষ্টেশনে একটি ফার্মেসীতে চেম্বার করত।
প্রতিদিনের ন্যায় সে চেম্বারে আসার পথে এ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।তবে আহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সকাল ১১টায় বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পিকআপ এবং মোটরসাইকেলের সংঘর্ষে এক মর্মান্তিকসড়ক দুর্ঘটনা হয়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে,
ঘাতক পিকআপ এবং মোটরসাইকেল দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।