Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৫ ১৯:৫৩:২২ || আপডেট: ২০১৭-১২-১৫ ১৯:৫৩:২২
এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর চশমা হিলে তার বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন হলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর আগে বাদ আছর বিকেলে লালদীঘি ময়দানে মহিউদ্দিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মহিউদ্দিনের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।