Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৭ ২২:১১:৪৯ || আপডেট: ২০১৭-১২-১৭ ২২:১১:৪৯
এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও’র গহীন অরণ্য থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ডিসেম্বর সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
উদ্ধার করা যুবক ইউনিয়নের দঃদরগাহ পাড়া এলাকার ওসমানের পুত্র জামাল হোসেন (২৭) প্রকাশ রং (হাইয়েস মাইক্রো বাস) মিস্ত্রী জামাল বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, আজ রবিবার সকালে কাঠুরিয়ারা বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে ভাদিতলার পূর্বে সামাজিক বনায়নে গরম সুইটার পেঁচানোবস্থায় ঝুলন্ত একজন লোক দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে অবহিত তারা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছে লাশটি উদ্ধার করে।
ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্ত শেষে বলা যাবে হত্যা না আত্মহত্যা।