চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

অাজিজনগরে স্বাস্হ্য অধিদপ্তরের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

প্রকাশ: ২০১৭-১২-২০ ১২:২৫:১০ || আপডেট: ২০১৭-১২-২০ ১২:২৫:১০

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:

স্বাস্হ্য অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি সংস্হা ব্রাক ও এন জেড একতা মহিলা সমিতির সার্বিক সহযোগিতায় এবং অাজিজনগর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্হাপনায় অাজিজনগর ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারি বিতরন করা হয়েছে।

বিতরন কর্মসূচির উদ্বোধন করেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং।

ম্যালেরিয়া নির্মূলে এ মশারির ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত অালোচনা করেন এন জেড একতা মহিলা সমিতির লামা উপজেলা ব্যস্হাপক জনাব তোফাজ্জল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহ-স্বাস্হ্য পরিদর্শক জনাব অামজাদ হোসেন চৌধুরি,ইউ পি সদস্য নিজাম উদ্দীন হাওলাদার,এম,ডি রোকন,কহিনুর অাক্তার,নুরুন্নাহার বেগম,অাওয়ামীলীগ নেতা অাবু ছালেহ,মোক্তার অাহামদ চৌং,অালতাফ হোসেন,লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দীন রানা প্রমূখ।

 

উল্লেখ্য অাজিজনগর ইউনিয়নে দুটি স্হানে প্রায় ৪০০০ মশারি বিতরণ করা হয়।গতকাল ও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রায় ৬০০ মশারি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *