চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

Alauddin Lohagara

সাতকানিয়া কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলন মেলা

প্রকাশ: ২০১৭-১২-২৩ ২১:০৪:১৪ || আপডেট: ২০১৭-১২-২৩ ২১:০৪:১৪

সাতকানিয়া প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নুরেআলম মিনা বলেছেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক এদেশের উন্নয়নে বাঁধাগ্রস্ত হচ্ছে। জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সমাজের সচেতন ব্যক্তিদের আন্দোলন গড়ে তুলতে হবে। তুরুণরা যাতে মাদকে জড়াতে না পারে, অভিভাবদের সন্তানদের প্রতি সর্বদা নজর রাখতে হবে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে। পার্শবর্তী দুষ্ট রাষ্ট্র মায়ানমার তাদের সীমান্তে মাদকের কারখানা করে এদেশের যুবকদের বিপদগামী করে নানা কৌশলে মাদক ছড়িয়ে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি ছাত্রীদের বলেন, রাস্তাÑঘাটে কোন বখাটে উত্ত্যেক্ত করলে তার চোখে বালি নিক্ষেপ করবেন। যাতে আর কেউ সাহস না পায়। সাথে সাথে পুলিশকে খবর দেবেন। এসব কুলাঙ্কার ছেলেরা নারীদের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করে। নারীরা আজ সর্বোচ্চ পদে রয়েছেন। তাই বখাটে, সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ২৩ ডিসেম্বর শনিবার বিকালে সাতকানিয়ার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের তিন যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের আহ্বায়ক সাংবাদিক এসএম রানার সংঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কুতুব উদ্দিন চৌধুরী, পৌর মেয়র মো. জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ও শিল্পপতি মো. নেজাম উদ্দিন ও শিল্পপতি মো. ফরিদুল আলম প্রমুখ। পুনর্মিলনী উপলক্ষে সকাল ১১ টায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি র‌্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *