চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

Alauddin Lohagara

ইতালি সফর নিয়ে সোমবার বিকেলে  সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী 

প্রকাশ: ২০১৮-০২-১৮ ১৫:৩৮:৩৯ || আপডেট: ২০১৮-০২-১৮ ১৫:৩৮:৩৯

 

নিউজ ডেস্ক :

ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে গত ১১ ফেব্রুয়ারি ইতালির রোমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন।

সফরে তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী রোমে একটি গণসংবর্ধনায়ও যোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগ রোম শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

এছাড়ার তার এই সফরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি জেলায় দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২.০৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।- পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *