চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মাদকসেবীদের নিরাময়ে সহায়তা দেবে সিটি করপোরেশন: আ জ ম নাছির 

প্রকাশ: ২০১৮-০৩-০১ ২৩:৫২:২১ || আপডেট: ২০১৮-০৩-০১ ২৩:৫৩:১৯

 

বীর কণ্ঠ ডেস্ক :

কোনো অপরাধীকে চট্টগ্রামে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘মাদকসেবীদের নিরাময়ে সহায়তা দেবে সিটি করপোরেশন। অপরাধী নয় অপরাধকে ঘৃণা করলে অপরাধ প্রবণতা কমে আসবে। কোনো অপরাধীর জায়গা চট্টগ্রামে হবে না। তাদের স্থান এখানে নয়।’

তিনি বলেন, ‘মাদকসেবীদের দ্বারা পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়াও কোনো ধার্মিক ব্যক্তি জঙ্গিবাদে সম্পৃক্ত হতে পারে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ সামাজিক ব্যাধি।’

বৃহস্পতিবার ( ০১ মার্চ)  নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

 

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আইনশৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচএম সোহেল, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক আবদুল হালিম।

সমাবেশে আওয়ামী লীগ নেতা উমর ফারুক, মোহাম্মদ আলী, সাহাদাত হাসান, অধ্যক্ষ ইশরাত জাহান, ডা. ফিরোজ আহমদ, সমাজসেবক জানে আলম, নুরুল আমিন, শ্রমিকনেতা ইসমাইল আজিজ, যুবনেতা ওয়াহিদ হাসান, হুমায়ুন কবির, ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন শান্ত, শিক্ষক এসএম দিদারুল ইসলাম, সমাজসেবক জাবেদ হোসেনসহ নানা শ্রেণি ও পেশার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

মেয়র বলেন, সরকারের প্রকল্প সহায়তা, থোক বরাদ্দ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নাগরিকরা নিয়মিত পৌরকর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

তিনি বলেন, দায়িত্বের পাশাপাশি সিটি করপোরেশন অতীতের ধারাবাহিকতায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এ দুটি খাতে বছরে ৫৬ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এ ছাড়াও নগরীর দুর্যোগকবলিত মানুষের সহায়তায় সিটি করপোরেশন পাশে থাকে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি ৫ হাজার টাকা করে অনুদান দিয়ে থাকে।- বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *