চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মইজ্জারটেক থেকে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৩-০৪ ১৬:৪০:৫১ || আপডেট: ২০১৮-০৩-০৪ ১৬:৪০:৫১

 বীর কণ্ঠ ডেস্ক :

টেকনাফ থেকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।

শনিবার (০৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টায় র‌্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক আখতারুজ্জামান চৌধুরী চত্বরের মায়মুনা শফি টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব। একপর্যায়ে রাজশাহীর মতিহার এলাকার কাটাখালী রূপসী ডাঙ্গার হরিয়ান চিনিকল এলাকার আজগর আলী ছেলে মো. আসদার আলীর (৫০) গতিবিধিতে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার শরীর ও ব্যাগে ২১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসদার আলী র‌্যাবকে জানান, ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে আসছেন রাজশাহী এলাকায় সরবরাহ করার জন্য। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ০৭ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতার আসামি ও উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা অনুযায়ী কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *