চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

ইতিহাসও প্রতিশোধ নেয়, তা প্রমাণিত’: সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা

প্রকাশ: ২০১৮-০৩-০৭ ১৭:৩০:২২ || আপডেট: ২০১৮-০৩-০৭ ১৭:৩০:২২

বীর কণ্ঠ ডেস্ক :

স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ‍মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইতিহাসও প্রতিশোধ নেয়, ইতিহাস মুছে ফেলা যায় না। তা প্রমাণিত হয়েছে।’ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

‘ইউনেস্কো জাতির জনকের এ ভাষণকে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।’ ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন। অক্ষরে অক্ষরে বাংলার জনগণ জাতির পিতার নির্দেশ মেনে চলতেন।’

‘এই শিশু পার্ক, সেখানে মঞ্চ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকার। সেখানে দাঁড়িয়ে জাতির পিতা নির্দেশ দিয়েছিলেন ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার জন্য।’ তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালিরা এ ভাষণের পর যার যার ছিল তাই নিয়ে প্রত্যেক ঘরকে দূর্গ করে গড়ে তুলেছিল।’

‘২৬ মার্চ জাতির পিতা ওয়ারলেসের মাধ্যেমে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং শেষ শত্রু বিদায় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছিলেন।’ একাত্তরের যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল জনযুদ্ধ। বাংলাদেশে গেরিলা যুদ্ধ হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *