চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে চার স্কুলছাত্র আটক

প্রকাশ: ২০১৮-০৩-১১ ২০:১৬:৫২ || আপডেট: ২০১৮-০৩-১১ ২০:১৬:৫২

বীর কণ্ঠ ডেস্ক :

নরগীর সদরঘাট এলাকা থেকে অপহরণের ৫ ঘণ্টা পর মেহেদী হাসান মিসকাত নামে ১২ বছরের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার স্কুলছাত্রকে আটক করা হয়েছে।

মিসকাত সদরঘাট থানাধীন মাদারবাড়ি সেন্ট্রাল পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। শনিবার (১০ মার্চ) স্কুল থেকে ফেরার পথে একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মুক্তাদির রহমান, শাকিল, তুষার ও সায়েম নামে চার কিশোর তাকে ডেকে কলেজিয়েট স্কুলের পশ্চিম পাশে ঝোপে নিয়ে যায়।

সেখানে গলায় গামছা পেঁচিয়ে মারধর করে। মারধরের একপর্যায়ে মিসকাত অজ্ঞান হয়ে পড়লে মারা গেছে মনে করে পালিয়ে যায় অপহরণকারীরা। এর ঘণ্টাখানেক পর আহতাবস্থায় বাড়ি ফেরে মিসকাত। এরই মধ্যে টেলিফোনে তার মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মিসকাতের বাবা সদরঘাট থানায় অভিযোগ করেন।

টাকার দেওয়ার কথা বলে মাদারবাড়ি বালুরমাঠে ডেকে আনে পুলিশ। সেখানে তাদের আটক করে করা হয়।

সদরঘাট থানার ওসি নেজামউদ্দিন জানান, শনিবার স্কুল থেকে বাসায় ফেরার পথে মিসকাতকে অপহরণ করে চার কিশোর। মারধর করার পর অজ্ঞান হয়ে পড়লে তাকে ফেলে চলে যায়। পরে পরিবারে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি থানায় অভিযোগ করে মিসকাতের বাবা। পরে অভিযান চালয়ে চার কিশোরকে আটক করা হয়।বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *