চট্টগ্রাম, , রোববার, ৫ মে ২০২৪

Alauddin Lohagara

লামায় দেশীয় অস্ত্র, নগদ টাকা সহ শীর্ষ ২ সন্ত্রাসী আটক

প্রকাশ: ২০১৮-০৩-১৯ ২০:৩৪:৫২ || আপডেট: ২০১৮-০৩-১৯ ২০:৫৯:২০

বেলাল আহমদ, বীর কন্ঠ:

বান্দরবানের লামায় ৩টি দেশীয় অস্ত্র, নগদ টাকা সহ শীর্ষ ২ সন্ত্রাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার (১৯ মার্চ) বিকাল ৫টার নাগাদ অভিযানের সমাপ্তি হয় বলে জানায় ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার স্থানীয় জনতা। গ্রেফতারকৃত হল, ডেঙ্গা চাকমা (৩৯) ও সুব্রত চাকমা (৩২)।

স্থানীয়রা জানায়, ডেঙ্গা চাকমা লামা-আলীকদমের পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অন্যতম শীর্ষ নেতা। সুব্রত চাকমা তার সহযোগী। লোক মুখে শুনা যায় ডেঙ্গা চাকমা পার্বত্য চট্টগ্রামের শীর্ষ চাদাঁবাজ ও সন্ত্রাসী কাজল গ্রুপের অন্যতম শীর্ষ পর্যায়ের একজন। লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি উপজেলায় সকল চাদাঁবাজি কার্যক্রম তার নির্দেশে পরিচালিত হয়।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর থেকে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান শেষে ২টি একনলা দেশীয় বন্ধুক, ১টি কাঠের তৈরি দামী বন্ধুক ও নগদ ৬৯ হাজার ১৭ টাকা সহ শীর্ষ সন্ত্রাসী দুইজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *