চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

গণহত্যা দিবস: কালরাতের প্রথম প্রহর স্মরণ করে এক মিনিট প্রতীকী আলোহীন বাংলাদেশ

প্রকাশ: ২০১৮-০৩-২৫ ২৩:৩৩:৩২ || আপডেট: ২০১৮-০৩-২৫ ২৩:৩৩:৩২

বীর কন্ঠ ডেস্ক:

গণহত্যা দিবসে কালরাতের প্রথম প্রহর স্মরণ করে এক মিনিট প্রতীকী আলোহীন (ব্ল্যাক-আউট) থাকল বাংলাদেশ।

সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশ আলোহীন থাকে। লাল সবুজের বাতিতে সাজানো ঝলমলে সরকারি ভবনগুলোতে এ সময় নেমে আসে অন্ধকার। রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে এটি করা হয়। জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে গতবছর ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক সেনারা। ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

ব্ল্যাক-আউটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতার না হয় সে জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *