চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin

চবির দুই ছাত্রবাসে অভিযান: এক বস্তা দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশ: ২০১৮-০৩-২৮ ২৩:৩১:৩৭ || আপডেট: ২০১৮-০৩-২৮ ২৩:৩১:৩৭

বীর কণ্ঠ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার প্রেক্ষিতে দুই ছাত্রবাসে অভিযান চালিয়ে এক বস্তা দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সাড়ে সাতটা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহজালাল হলে চালানো এ অভিযানে একটি বস্তায় ৩০টি রামদা ও বেশ কিছু লোহার রড পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ মার্চ) থেকে বুধবার (২৮ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়।

মঙ্গলবারের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৮জন আহত হন। বুধবারও বিকেল থেকে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। পরে সন্ধ্যায় পুলিশ ওই দুই হলে অভিযান চালায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) বেলাল উদ্দিন  বলেন, ‘সোহরাওয়ার্দী ও শাহজালাল হলে অভিযান চালিয়ে ৩০টি রামদা ও বেশ কিছু লোহার রড পাওয়া যায়। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে উভয় গ্রুপের ২০ জনকে আটক করা হয়।’- বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *