চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

চট্টগ্রামে ৬ টন জাটকা ইলিশ জব্দ 

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ১৪:৪৬:৫২ || আপডেট: ২০১৮-০৪-০৯ ১৪:৪৬:৫২

বীর কন্ঠ ডেস্ক  :

নগরীর কর্ণফুলী থানাধীন সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক ৩০ লাখ টাকার ৬ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) লে. কমান্ডার আশেকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান  জানান, কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত-১’ ফিশিং ভ্যাসেলের মাধ্যমে সমুদ্র থেকে জাটকা ইলিশ ধরে কর্ণফুলী থানাধীন সদরঘাটে মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ হাসান এবং জেলা মৎস্য দপ্তরের জরিপ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ হাজার কেজি (৬ টন) জাটকা ইলিশ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এ সময় ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারা অনুযায়ী আসামি এফভি সীমান্ত-১ এর মো. মেহেদী হাসানকে (৩০) ৫ ‍হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিলি করা হয়েছে।  – বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *