চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

admin

শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি

প্রকাশ: ২০১৮-০৪-১২ ১৮:২২:৪৮ || আপডেট: ২০১৮-০৪-১২ ১৮:২২:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

সরকারি চাকরিতে কোটা ‘বাতিল ঘোষনা’ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিয়েছেন কোটা নিয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

১২ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বাবায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেন পরিষদের আহ্বাবায়ক হাসান আল মামুন।

 

এর আগে লিখিতভাবে এ প্রস্তাব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রাণের দাবি বুঝতে পেরে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তাই তাকে আনুষ্ঠানিকভাবে ‘মাদার অব এডুকেশন’ঘোষণা করছি।’’

 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা চার দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের দেওয়া বক্তব্যে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন। আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেওয়ার পর নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নেন শিক্ষার্থীরা। এরপর সংবাদ সম্মেলনে করে ৫ দফা দাবি ঘোষণা করে তাদের কর্মসূচি স্থগিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *