চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় বিরল প্রজাতির মাছ উদ্ধার 

প্রকাশ: ২০১৮-০৪-১৩ ১৪:৩৯:২২ || আপডেট: ২০১৮-০৪-১৩ ১৪:৫১:১০

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

লোহাগাড়া  উপজেলার চুনতি ইউনিয়নের চান্দা  এলাকায় ডলু্ খালে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির এক মাছ পেয়েছে আবদুল কুদ্দুস  নামের এক যুবক।

মাছটির নাম কেউ নিশ্চিত করতে নলা পারলেও বিরল প্রজাতির ওই মাছের বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস বলে জানা গেছে  ।

১৩এপ্রিল শুক্রবার সকালে  পুটিবিলা – চুনতি সীমান্তে  ডলু  খালে মাছটি ধরা পড়ে বলে স্থানীয় যুবক তৌহিদ বীর কন্ঠেকে জানান।

তৌহিদ জানায়  তার চাচাত ভাই কুদ্দুস  সকালে পরিবারের জন্য মাছ ধরতে জাল নিয়ে বের হয় সে। পরে খালের মধ্যে জাল পেললে তার জালে বিরল প্রজাতির একটি মাছ আটকা পড়ে।সে মাছটি বাড়িতে নিয়ে যায়। পরে তৌহিদ মাছটি নিয়ে ফেসবুকে পোস্ট করলে মাছটি দেখতে উৎসুক জনতা  কদ্দুসের বাড়িতে ভিড় করে।  মাছটি বতর্মানে কুদ্দুসের বাড়িতে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *