চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

admin

ভারী বৃষ্টিতে প্লাবিত এলাকা , হুমকির মুখে শিলক তেলি পাড়া ব্রীজ            

প্রকাশ: ২০১৮-০৭-২৫ ০০:৫৪:১৬ || আপডেট: ২০১৮-০৭-২৫ ০০:৫৫:৩১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে নদী-খালের তীরবর্তী এলাকার  ৫০  গ্রামের অন্তত  ৪শ কাঁচা বসত ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে দক্ষিন রাঙ্গুনিয়ার পদুয়া ও শিলক ইউনিয়ন। এসব এলাকায় পানির নিচে রয়েছে অন্তত ১০ টি আভ্যন্তরীন সড়ক।

পদুয়া খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অর্পন বড়–য়া “ প্রচুর বৃষ্টির কারনে স্কুলের আশপাশ ডুবে গেছে। রাস্তা ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।”শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, ভারী বৃষ্টিতে এলাকার ঘরবাড়ি ডুবে গেছে। অতিরিক্ত পানির স্্েরাতে মূল রাঙ্গুনিয়ার সাথে দক্ষিণ রাঙ্গুনিয়ার যোগাযোগের মাধ্যম কালিন্দিরানী সড়কের শিলক তেলি পাড়া ব্রীজে ফাটল দেখা দিয়েছে। বন্ধ রয়েছে সড়কের যান চলাচল। ” পদুয়া ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “ টানা বৃষ্টির কারনে এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। গুরুত্বপূর্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এলাকার প্রচুর ঘর পানিতে ডুবে রয়েছে।”   রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত লোকদের তাৎক্ষনিক সহযোগিতার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *