চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

পদত্যাগের দাবি শিক্ষার্থীদের নয়, বিএনপির : শাজাহান খান

প্রকাশ: ২০১৮-০৮-০২ ১৭:৪০:৩০ || আপডেট: ২০১৮-০৮-০২ ১৭:৪০:৩০

বীর কন্ঠ ডেস্ক  :

পদত্যাগের যে দাবি উঠেছে তা আন্দোলনরত শিক্ষার্থীদের নয় উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, এটা বিএনপির দাবি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। ওই দিনই এই দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নৌমন্ত্রীর হাসির ছবি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

পরের দিন থেকে রাজধানীতে সড়ক অবরোধ করে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ পদত্যাগ চাইছেন শাজাহান খানের। পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতারাও।

শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বোচ্চার দেখা যায়।

আপনার পদত্যাগের কথা বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাজাহান খান বলেন, ‘সেটা আপনাদের (সাংবাদিক) তৈরি কি-না জানি না। আমি একটা কাগজে দেখেছি, ফখরুল ইসলাম আমার পদত্যাগ দাবি করেছেন। আমার আছে এর কোনো খবর নেই।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন- জানাতেই নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘৯ দফায় কোথাও আমার পদত্যাগের কথা নেই। ৯ দফায় যেটা আছে, ক্ষমা চাইতে হবে। আমি তাদের বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।’

তিনি বলেন, ‘পদত্যাগের যে দাবি উঠেছে সেটা শিক্ষার্থীদের নয়, এটা বিএনপির দাবি। বিএনপি তো শেখ হাসিনারও পদত্যাগ চায়। বিএনপি আমাদের সবার পদত্যাগ চায়, সরকারের পদত্যাগ চায়। কাজেই বিএনপির এই দাবির ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না।’

শিক্ষার্থীরা বলেছেন আপনি পদত্যাগ করলে সমস্যা সমাধান হয়ে যাবে- এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘না না। এই ধরনের কোনো দাবি আমি শুনিনি। আমার কাছে ৯ দফা এখনও আছে, ৯ দফার কোথাও এটা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *