চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

বঙ্গবন্ধুর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা

প্রকাশ: ২০১৮-০৮-১৭ ০০:১৫:০৪ || আপডেট: ২০১৮-০৮-১৭ ০০:১৫:০৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

স্বাধীনতার মহানস্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়া আইনজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা, ফাতেহা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পটিয়া আইনজীবি সমিতির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল। বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র এডভোকেট বদিউল আলম, এডভোকেট অজিত কান্তি দে, এডভোকেট বলরাম কান্তি দাশ, এডভোকেট রনজিত মিত্র, এডভোকেট দেবেশ গুপ্ত, এডভোকেট মোরশেদুল আলম, এডভোকেট স্বপন কুমার চৌধুরী। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরতা পালন করেন। বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটি ঘটনা। বিদেশীদের চক্রান্তে পরিকল্পিতভাবে তাঁকে (বঙ্গবন্ধু) হত্যা করা হয়েছে। তিনি জন্মগ্রহণ না করলে পাক বাহিনী থেকে এই দেশকে কোনদিন মুক্ত করতে পারতেন না। বর্তমানে জামায়াত-বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা কৌটা ও নিরাপদ সড়কের দাবিতে ব্যর্থ আন্দোলন করেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করতে সরকার বিরোধী চক্রটি এখনো সক্রিয়। এদের থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *