চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

সকল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে ভুমিকা রাখতে হবে: পটিয়ার ধাউরডেঙ্গায় বিজিএমইএ নেতা নাছির

প্রকাশ: ২০১৮-০৮-২৫ ০০:০৯:৩৭ || আপডেট: ২০১৮-০৮-২৫ ০০:০৯:৩৭

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেছেন, সকল অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে ভুমিকা রাখতে হবে। বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে দেশের বিভিন্ন এলাকায় একটি গোষ্ঠী কাজ করছে। এদের থেকে সজাগ থাকতে হবে। ২৪ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় পটিয়া উপজেলার ধাউরডেঙ্গা ফ্রেন্ডস স্টার এসোসিয়েশনের ৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাছির এই কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন আ’লীগ নেতা হাজী মোহাম্মদ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাবেক মাঈনুদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, যুবলীগ নেতা সামশেদ হিরু, মো. আরমান প্রমুখ। আলোচনা সভা শেষে বাদে এশা এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপী যেসব উন্নয়ন কাজ করছেন তাতে ঈষান্বিত হয়ে বিএনপি-জামায়াত কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের রাজপথে পুনরায় নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা করেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে, এসবের পিছনে তাদের ষড়যন্ত্র রয়েছে। উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে যুব সমাজকে ভুমিকা রাখার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *