চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রকাশ: ২০১৮-০৯-০৫ ১২:৩৭:১৮ || আপডেট: ২০১৮-০৯-০৫ ১২:৩৭:১৮

 

বীর কন্ঠ  ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চাকমারকুলের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৮টি ঘর পুড়ে গেছে।গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পের কমপক্ষে ২৮টি ঘর পুড়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *