চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জাতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব১৭ এর ভেন্যুর খেলা শনিবার উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৯-০৬ ২৩:৪৮:১৯ || আপডেট: ২০১৮-০৯-০৬ ২৩:৪৮:১৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ৮ সেপ্টেম্বর ২০১৮ইং শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়াম ভেন্যুতে এ খেলা উদ্বোধন করবেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।  এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের ভেন্যু হিসেবে ও পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়ামকে মনোনিত করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে বলেন, এ খেলার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে বিকেএসপিতে তাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরীতে সহায়ক ভূমিকা রাখবে। কেননা বাংলাদেশে সবচেয়ে  জন প্রিয় খেলা হচ্ছে ফুটবল কিন্তু নানা কারনে এ খেলার জনপ্রিয়তা হারানোর পথে।  এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের হারানো গৌরব জৌলুস ফেরানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির জন্য এ প্রয়াস। পটিয়ার ১৭ ইউনিয়ন দল ও একটি পৌরসভা দল সহ ১৮ দল খেলবে। তারমধ্যে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে খেলবে। জেলা চ্যাম্পিয়ন দলগুলো বিভাগীয় পর্যায়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো। তিনি খেলা সফলে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও  এতে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, তথ্য কর্মকর্তা কামরুজ্জমান, ডা: শেখ সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, মাহবুর রহমান, আবুল কালাম বাবুল, নাছির উদ্দিন প্রমুখ। উলেøখ্য আগামী ৮ সেপ্টেম্বর পটিয়া পৌরসভা ফুটবল দল বনাম  ছনহরা ইউনিয়ন ফুটবল দল উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে। এ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এতে দেশ বরেণ্য ক্রীড়া নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে। এতে আশা করা হয় দক্ষিণ চট্টগ্রাম জোনের খেলা আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে। এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন টুর্ণামেন্ট কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *