চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সুখছড়ী মোহনা গীতা শিক্ষা নিকেতনের মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৯-০৮ ২২:৪১:২১ || আপডেট: ২০১৮-০৯-০৮ ২২:৪১:২১

“সৃষ্টিকর্তা জগতের সব পরিবারের দেখভাল নিজে করতে পারেন না বিধায় তিনি মা সৃষ্টি করেছেন। মা রাই  পরিবারকে ভগবানের মত পরম মমতায় আগলে রাখেন। গতকাল অনুষ্ঠিত মা সমাবেশের বক্তব্যে  মমতা ময়ী মা দের উদ্যেশ্যে কথা গুলো বলছিলেন, মা সমাবেশের সম্মানিত উদ্ভোধক, জেনারেল হাসপাতার এর চিকিৎসক  ডাঃমৌমিতা দাশ (বিসিএস স্ব্যাস্থ্য)।

উক্ত মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন নন্দিত শিক্ষাবিদ ও বিশিষ্ট শিল্পপতি শ্রীমতি শিপ্রা দাশ।

 

প্রধান অতিথি বক্তৃতায়, বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সম্পাদক বিশিষ্ট বাগ্মী পলাশ কান্তি নাথ রনী দা,  অনূকূল ঠাকুরের বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, শুধু প্রসব দিলে মা হওয়া যায় না।

সন্তান কে প্রয়োজনীয় শিক্ষা, শিষ্টাচারে শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে কখনোই প্রকৃত মা হওয়া যায় না।

তিনি সন্তানকে স্বযতনে  ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মায়েদের আহবান জানান।

এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকেছেন, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ এর সম্পাদক, লোহাগাড়া হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, সুখছড়ী কালী মন্দির পরিচালনা কমিটির সা: সম্পাদক ডা: রিটন দাশ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ডা:নির্মল দাশ। এবং সভাপতিত্বে ছিলেন সুখছড়ী মোহনা গীতা শিক্ষা নিকেতন এর বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ডা:বিমল মজুমদার।

 

উক্ত মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহনা গীতা শিক্ষা নিকেতন এর পরিচালনা পরিষদ এর সম্পাদক তাপস দাশ ও বিশিষ্ট প্রশিক্ষক বসন্ত কান্তি নাথ।

 

সকাল ১১ ঘটিকায় শিক্ষার্থীদের সমস্বরে গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের বক্তব্যে ফাঁকে ফাঁকে ছিলো ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। প্রত্যেকে আজ তাদের মা দের সাথে অনুষ্ঠানে এসেছে। মা সন্তানদের উপস্থিতিতে আজ মন্দির কানায় কানায় ভরে উঠেছিলো।

অনুষ্ঠানে আগত অতিথি শ্রোতাদের জন্য দুপুরে মহা প্রসাদের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *