চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জাগো হিন্দু পরিষদের মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৯-০৮ ০১:০১:১৫ || আপডেট: ২০১৮-০৯-০৮ ০১:০১:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

চকরিয়ায় বদু মেম্বার সহ দুস্কৃতিকারী কর্তৃক পটিয়ার ৮ জন জেলেকে মারধর ও মাথা ন্যাড়া করা সহ মানসিক ও শারিরিক নির্যাতন ও ধর্মীয় অনুভূতির উপর আঘাতের প্রতিবাদে পটিয়ায় গতকাল জাগো হিন্দু পরিষদের উদ্যোগে থানার মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে বক্তারা এ ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে জাগো হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এতে বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্ম্মা, সনাতনী বিদ্যার্থী সংস্থার প্রতিষ্ঠাতা কুশল বরণ চক্রবর্ত্তী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, জাগো হিন্দু পরিষদের উপদেষ্ট উজ্জ্বল কুমার দেওয়ানজী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এড. কৃষ্ণ প্রসাদ ধর, আশীষ গোস্বামী, উপজেলা গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, বিশ্বজিৎ দাশ, অধ্যাপক শিপুল কুমার দে, কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের যুগ্ন সম্পাদক ডা. বিধান মিত্র, জন্মাষ্টমী পরিষদ পটিয়া আহবায়ক রণধীর দে, অজয় শীল, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শুভ্রত দাশ আকাশ, জাগো হিন্দু পরিষদের সহ-সভাপতি দেবরাজ শীল প্রমুখ। এতে বিভিন্ন সংগঠনের মধ্যে সনাতনী বিদ্যার্থী সংসদ, বাগিশীক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, শৈব সংঘ, সাতকানিয়া জাগো হিন্দু পরিষদ, বোয়ালখালী জাগো হিন্দু পরিষদ, বাঁশখালী জাগো হিন্দু পরিষদ, চন্দনাইশ জাগো হিন্দু পরিষদ। এতে সরকারের প্রধানমন্ত্রী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক ও ডিআইজি চট্টগ্রাম এবং পুলিশ সুপার চট্টগ্রামের সুদৃষ্টি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *