চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির মানবন্ধন

প্রকাশ: ২০১৮-০৯-০৯ ০০:৩৫:৫০ || আপডেট: ২০১৮-০৯-০৯ ০০:৩৫:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় আজ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় দলীয় কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এতে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি গাজী মো. শাহজাহান জুয়েল। পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, পটিয়া উপজেলা সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, মঞ্জুর উদ্দিন চৌধুরী, আশফাক, এড. ফজলুল আমিন, আবদুল জলিল, আবদুল মোনাফ, জসিম উদ্দিন মাষ্টার, নাজিম উদ্দিন, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, নন্না মিয়া তালুকদার, মাহবুবুর রহমান, ইউনুচ মিয়া, খোরশেদ গণি, আবদুল মাবুদ, ইলিয়াছ চৌধুরী, খলিলুর রহমান বাবু চেয়ারম্যান, সাইফুদ্দিন, ইসমাইল মেম্বার, মো. সেলিম, শরীফ উদ্দিন, আমির, নাছির, নজরুল, আনিস, নুরুচ্ছফা, যুবদল নেতা ইদ্রিস পানু, আজিজুল ইসলাম, আবছার উদ্দিন, মফিজুর রহমান, আনোয়ার হোসেন, আবছার উদ্দিন, সোহেল, জাহাঙ্গীর আলম, আবদুছ ছালাম, আকবর, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, বাদশা, মিটু, পটল, বোরহান, স্বেচ্ছাসেবক দল নেতা বাবর, দেলোয়ার, মাইনু, ছাত্রদল নেতা জমির উদ্দিন, মিশকাত আহমদ, গাজী মনির, নুরুল হাকিম, বাহাদুর খাদেমী, রাকিব হাসান, রুবেল সুমন, আরিফ, কলেজ ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক, সাদ্দাম হোসেন, শহিদুল হক চৌধুরী প্রমুখ। এতে প্রধান অতিথি গাজী শাহজাহান জুয়েল বলেন, বর্তমান সরকার তাদের অধীনে একটি পাতানো নির্বাচনের স্বপ্ন দেখছে। তারা বেগম জিয়াকে কারাগারে বন্দি রেখে নিজেদেরকে খোলা মাঠে গোল দিয়ে বিজয়ী করার স্বপ্ন দেখছে। এদেশের সাধারণ জনগণ বেগম জিয়াকে কারাগারে রেখে কখনো এ সরকারকে কোন নির্বাচন করতে দেবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে এ নির্বাচন রুখে দিবে। তিনি সকলকে বিএনপি কেন্দ্রীয় ভাবে আহত আগামীর যেকোন কর্মসূচীতে অংশ নিয়ে বেগম জিয়ার কারামুক্তি তরান্বিত করা তথা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার জন্য উদাত্ত আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *