চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মো: এরশাদ আলম লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা, চোরসহ ১৪ আসামী গ্রেফতার  

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:৫৭:৩৯ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:৫৭:৩৯

লোহাগাড়া থানার বল্ক রেইডে ৪ জন মাদক বিক্রেতা ২জন চোর, সাজা ও পরোয়ানা ভুক্ত ৮ জন সহ মোট ১৪জন অাসামী অাটক করে অাদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সুত্রে জানা যায় গতকাল ২৮সেপ্টেম্বর থেকে থানা পুলিশের বল্ক রেইডে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের অাটক করা হয়েছে।

বল্ক রেইডে মোট ১৬৭৮ পিস ইয়াবা সহ ৪জন মাদক বিক্রেতাকে অাটক করা হয়েছে।

তারা হলো লোহাগাড়া জমিদার পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ফয়শেদুল ইসলা রুবেল। টেকনাফের উত্তর হ্নীলা উত্তর পাড়ার মোঃ কবির অাহমদের পুত্র মোঃ আবুল কাশেম প্রকাশ (ফুতিয়া)।একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোঃ মোস্তাফা কামাল। চট্টগ্রাম বাকলিয়া থানা এলাকার সোলতান আহম্মদের পুত্র রফিকুল ইসলাম।

চোরি মামলার আসামীরা হলো চট্টগ্রামের রাউজান থানা নোয়াপাড়া এলাকার অসীম দাশের বাড়ীর মৃত সাধন দাশের পুত্র পলাশ দাশ। লোহাগাড়া দরবেশহাট হোসেন আলী মাতবর পাড়ার আবুল হোসেনের পুত্র মোঃ মফিজ।বাকি ৮ জন সাজা ও পরোয়ানা ভুক্ত আসামী।

তারা হলো যথাক্রমে বড়হাতিয়াচাকফিরানী এলাকার মনজুর আলমের পুত্র নুরুল আলম (২৭) চরম্বা মধ্য রাজঘাটা এলাকার জাফর অাহমদের পুত্র কালাম (৪৫) পদুয়া মৌলভীপাড়ার অাবু সৈয়দের পুত্র মোঃ খোকন। আমিরাবাদ মাতওয়াল্লী পাড়ার মৃত ইদ্রিসের পুত্র মোঃ আতিক। চুনতি হাটখোলা মুড়া এলাকার তৌমিয়ার পুত্র মোস্তাক আহম্মদ (৪০)।আমিরাবাদ বাশঁখালীয়া পাড়ার মোঃ নুরুন্নবীর পুত্র মোঃ সাহবুদ্দিন। চরম্বা কালুয়ার পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র মোঃ ওবাইদুল হক।পদুয়া মেহের আলী মুন্সির পাড়ার আব্দুল মেস্ত্রীর মেয়ে মমতাজ (প্রকাশ)মন্টু আক্তার।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যার নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন, লোহাগাড়া থানার এস আই আব্দুল হক, এস আই গোলাম কিবরিয়া , এস আই সোহেল, এস আই মুফিজ, এস আই মজীবর ও এ এস আই শাকিল রানা, এ এস আই মাঈন উদ্দিন, এ এস আই বিল্লাল সহ থানা পুলিশিটিম। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ইসলাম জানান,

লোহাগাড়া থানার বল্ক রেইডে গতকাল থেকে ৪ জন মাদক বিক্রেতা ২জন চোর সহ বিভিন্ন মামলার মোট ১৪জনকে অাটক করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর তাদের গ্রেফতার পূর্বক চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *