চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বিনয়বাঁশী আর্ন্তজাতিক পরিমন্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত

প্রকাশ: ২০১৮-১০-০১ ২০:২৪:১৭ || আপডেট: ২০১৮-১০-০১ ২০:২৪:১৭

একুশে পদকে ভূষিত, ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. ইলা বড়ুয়া বলেছেন- বিনয়বাঁশী আর্ন্তজাতিক পরিমন্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত। এহেন গুণী শিল্পীর পদাঙ্ক অনুসরণ না করলে সঠিক প্রজন্ম সৃষ্টি হবে না। গত ০১ অক্টোবর বিকেল ৪টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীস্থ বাদনশিল্পীর বাস্তুভিটায় নির্মিত ‘প্রতিকৃতি ভাষ্কর্য’ মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠির সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী ভাষন প্রদান করেন শিল্পীর পুত্র বাবুল জলদাস। শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাসের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন-সংস্কৃতিকর্মী লুৎফর রহমান কামাল, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতিকর্মী নরোত্তম জলদাস, বিধান জলদাস, দোলন জলদাস, রত্না নাথ, কনিকা দাস, পিংকি দাস, নীলা দাস, জয়ন্ত দাস, জহর লাল দাস, মিনটু দাস, অর্পিতা দাস, সীমু দাস প্রমুখ। সভার প্রারম্ভে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন।

উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদন শিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্বগোমদন্ডী গ্রামে জন্মগ্রহণ করে স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হলেও শিল্পীর বাস্তুভিটা এবং প্রতিকৃতি ভাষ্কর্য স্থল এখনো তেমনটা উন্নয়নের মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *