চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ফারুক খান তুহিন

নিউইর্য়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

প্রকাশ: ২০১৮-১০-০৮ ১১:৫১:৫৫ || আপডেট: ২০১৮-১০-০৮ ১১:৫১:৫৫

আন্তর্জাতিক, বীরকন্ঠ : 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২০ জনের৷ স্থানীয় সময় শনিবার দুপুরে বিয়ের যাত্রী বহনকারী একটি লিমুজিন গাড়ির সঙ্গে অপর গাড়ির সংঘর্ষে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে৷ রোববার নিউ ইয়র্ক স্টেট পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, জনবহুল সেই রাস্তায় গাড়ির ধাক্কায় অনেকের প্রাণ হারায়৷ কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়, তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে৷

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (NTSB) ট্যুইট থেকে জানা যায়, ঘটনাস্থলে তদন্তের জন্য একটি দল পাঠানো হয়েছে৷ পাশাপাশি একটি ফোন লাইনও সেট করা হয়েছে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারকে সাহায্যের জন্য৷ তবে এই দুর্ঘটনা এখনও পর্যন্ত ২০ জনের প্রাণ গিয়েছে জানা গেলেও, আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা আরও বাড়তে পারে ৷

মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার বিকেলে নিউইয়র্কের স্কোহায়ার কাউন্টির ‘অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোর’ এর সামনে লিমুজিনের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের ব্যবস্থাপক জেসিকা কিরবি বলেন, লিমুজিনটি সম্ভবত ঘণ্টায় ৬০ মাইল গতিতে আসছিল। পার্কিং লটে লিমুর আঘাতে কয়েকজন ক্রেতা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *