চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

হজ্জ শেষ না হতেই ২ লক্ষ ৮২ হাজার ১২৪ টি ওমরাহ ভিসা ইস্যু

প্রকাশ: ২০১৮-১০-০৮ ০৯:৩৪:২৮ || আপডেট: ২০১৮-১০-০৮ ০৯:৩৪:২৮

 

খলিল চৌধুরী, সৌদি আরব:

হজ্জের মৌসুম শেষ না হতেই চলিত আরবির নতুন বছরে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রনালয় ২ লক্ষ ৮২ হাজার ১২৪টি ওমরাহ ভিসা অনুমোদন করেছে। এর মধ্যে ৯৬ হাজার ৩৮ জন ইতিমধ্যে সৌদিআরবে প্রবেশ করেছেন। আর ৮৭ হাজার ২৩২ জন ওমরাহ প্রার্থী বর্তমানে সৌদিআরবে অবস্থান করছেন।

ওমরাহ ভিসা সবচেয়ে বেশি অনুমোদন দেয়া হয়েছে পাকিস্তানী নাগরিকদের জন্য। তারপর আছে ইন্ডিয়ার অবস্থান। পাকিস্তান থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ২০২ জন ওমরাহ করতে এসেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্ডিয়া হতে এসেছে ২৫ হাজার ৫৮০ জন। এর পরই আছে ইন্দোনেশিয়া, শৃলংকা ও জর্ডানের অবস্থান।

বর্তমানে ৬৫ হাজার ৯৬৭ জন ওমরা পালনকারী মক্কায় এবং ২১ হাজার ২৬৫ জন মদিনায় অবস্থান করছেন। সৌদিআরব ভিশন ২০৩০ এর আওতায় ওমরা পালনকারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর ১ কোটি ৯০ লক্ষ ৭৯ হাজার ৩০৬ জন ওমরাহ পালন করেছেন। এ বছর এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *