চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীর গোমদন্ডী ফুলতল সড়ক সামান্য বৃষ্টিতে চলাচল অযোগ্য

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১০:১৯:১৬ || আপডেট: ২০১৮-১০-০৯ ১০:১৯:১৬

অধীর বড়ুয়া, বোয়ালখালী :

বোয়ালখালী উপজেলা/পৌরসদরের গোমদন্ডী ফুলতলের পুর্ব পাশে কানুনগোপাড়া/ প্রশাসন সড়কটি ৯ অক্টোবর সকালের সামান্য বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী,  অফিস গামী জনগোষ্টিকে নিয়ে যাতাযাতরত টেক্সী-টেম্পু এ সড়কের উপরে উঠা পানিতে ঝুঁকি নিয়ে চলছে। এছাড়া সড়কে জমে থাকা পানির মাঝ খানে স্বজোরে চলতে গিয়ে ফুটপাত বা সড়কের পাশে যাতায়াতরত শিক্ষার্থী, জনগনের শরীরে ময়লা পানি ছুড়ে মারছে টেক্সী-টেম্পুর চালকরা। পরিকল্পিত ডেনেজ ব্যাবস্হা না থাকায় এহেন সমস্যা হচ্ছে বলে জানান এলাকাবাসী। এসমস্যায় বোয়ালখালী উপজেলা অাইন-শৃঙ্খলা সভায় ও স্থানীয় পৌরসভায় বারবার অভিযোগ উথাপন করা হলেও তা কার্যত অকার্যকর বলেও জানান অনেকই।

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের একধরণের রশি টানাটানির ফলে এ সমস্যা সমাধান হচ্ছে না বলে জানান অনেকই। বোয়ালখালী পৌর মেয়র হাজী অাবুল কালাম এব্যাপারে অচিরেই ব্যবন্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *