চট্টগ্রাম, , বুধবার, ১৫ মে ২০২৪

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের নালন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব বৃহস্পতিবার

প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৮:০৭:৪৫ || আপডেট: ২০১৮-১০-২৩ ১৮:১৩:০৯

 নূর হোসেন মামুন, কাপ্তাই, রাঙামাটি :

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার বারোঘোনিয়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কর্ণফুলী নালন্দ বিহার কমপ্লেক্স প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় অাগামী বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনের পর অাগামী বৃহস্পতিবার (২৫ অক্টোবর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের জাতীয় মিলনমেলা তথা ধর্মীয় উৎসব ‘দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন’ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।

কঠিন চীবর দান উদযাপন পরিষদের অাহবায়ক দেবপ্রিয় বড়ুয়া ও সদস্য সচিব জয়সীম বড়ুয়া এই প্রতিবেদককে জানান, এই অনুষ্ঠানটি কাপ্তাইয়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এতে প্রতি বছর প্রচুর পরিমাণে দায়ক-দায়িকার অাগমন ঘটে। এদিকে, কঠিন চীবর দানোৎসব অায়োজনের প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। এবারও এমনটি ঘটবে বলে অাশা করছেন তারা।

উদযাপন পরিষদ সুত্রে জানা যায়, সংঘরাজ ভিক্ষু মহাম্ডলের সভাপতি ভদন্ত জিনালংঙ্কার মহাথেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহাম্ডলের ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু স্মৃতি বিকাশ ত্রিপুরা, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু দীপক বিকাশ চাকমা, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বাবু জয়দত্ত বড়ুয়া সহ অারও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *