চট্টগ্রাম, , সোমবার, ১৩ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

প্রধানমন্ত্রী আগামী এক’শ বছরের জন্য ডেল্টা প্লেন শুরু করে : ফজলে করিম এমপি

প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৫:২০:৪২ || আপডেট: ২০১৮-১০-২৮ ১৫:২০:৪২

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন আজকে যারা শিক্ষার্থী তারা ডিজিটাল বাংলাদেশের নাগরিক। আমরা ডিজিটাল পদ্ধতি পুরোপুরি স্বাদ নিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এক’শ বছরের জন্য ডেল্টা প্লেন শুরু করেছে। এই প্লেনে থাকবে আগামী এক’শ বছর দেশ কি ভাবে চলবে। এটি একটি মহা পরিকল্পনা। দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। এ দেশ অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে। এ দেশ একদিন উন্নত দেশে পরিনত হবে। তিনি ২৮ অক্টোবর রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন, শিক্ষা সামগ্রী বিতরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন।

রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আবদুর রশিদ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জোনায়েদ হোসেন সোহাগ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আবদুর জব্বার সোহেল, অধ্যাপক সেলিম নেওয়াজ, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিপলু, অনুপ চক্রবর্তি, মোহাম্মদ আসিফ প্রমূখ। পরে প্রধান অতিথি শিক্ষা সামগ্রী বিতরন করেন নবীন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *