চট্টগ্রাম, , শুক্রবার, ১০ মে ২০২৪

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে বর্ণাঢ্য অায়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:৫৫:০১ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:৫৬:৪৩

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অায়োজনে উৎসবমূখর পরিবেশে অাজ সকালে

মহান মৃক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে বিয়য় ফুল উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা মিলনায়তন, রেস্ট হাউজ সভাকক্ষ, প্রশাসের কার্যালয়ে এক যোগে অনুষ্ঠিত হয় গল্পবলা, কবিতা অাবৃত্তি, রচনা, চিত্রাংকণ ও চলচিত্র নির্মাণ প্রতিযোগিতা। এসময় উপজেলার সকল স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী সহ অারও অনেকে।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল বলেন, অামাদের কচিকাচা শিশুরা যাতে দেশের সংগ্রামী ইতিহাসের ঘটনা জানতে পারে, দেশের প্রতি তাদের ভালোবাসা থাকে, মৌনতা থাকে এই লক্ষেই অাজকের অায়োজন। অামি মনেকরি অাজকের অায়োজন তাদের সুকমার ব্যক্তিগুলোকে উমৃত ঘটাবে, ভবিষতে তারা অারও ভালো করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *