চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ফটিকছড়িতে বেড়েছে কাঁচামালের দাম 

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৯:০৫:৪৭ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৯:০৫:৪৭

এম,শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়িতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি কারণে কাঁচা বাজারের দাম গতকালের চেয়ে আজ কাঁচামাল সবজির দাম বেড়েছে ১৫ টাকা থেকে ২০ টাকা করে বেড়েছে এবং কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা। ফটিকছড়ি উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা মিলে এচিত্র। নাজিরহাট বাজারের সবজি ব্যবসায়ীরা জানাই, ফুলকপি-বাঁধাকপি, বরবটি আলু, টমেটো, ভেন্ডি, বরবটি, মুলা, বেগুন, পটল, শসা, পেপে যাবতীয় সবজির দাম বেড়েছে ১৫থেকে ২০ টাকা করে। অন্যদিকে মাছ বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি মাছের দাম ১০ থেকে ২০ টাকা বাড়তি, তবে মাংস-মুরগির বাজার স্বাভাবিক রয়েছে। নাজিরহাট বাজার এবং বিবিরহাট বাজারের কাঁচামালের পাইকারি ব্যবসায়ীরা জানায়, শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল উপজেলার কাঁচামাল (সবজি) আসেনি, কাঁচামাল না আসার কারণে এবং পাহাড় থেকে কোন কাঁচামাল আনতে না পারার কারণে ফটিকছড়ির বাজার গুলোতে কাঁচামাল সবজির দাম বেড়েছে। অাগামীকাল যদি কাঁচামাল আনতে পারেন আগের দামে সবজির দাম নেমে আসবে। এদিকে,বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি। এ উপজেলার বুকের ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদী। হালদা নদী, ধুরুং খালের দুপাড়ে এবং পাহাড়ী এলাকায় বিপুল পরিমাণ সবজির চাষবাদ হয়। আগামী দুই মাস পরে এ সবজি উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে। তবে উপজেলা বাজার গুলোতে নতুন সবজি না অাসায় এবং শ্রমিকদের কর্মবিরতির কারণে বাজারে সবজি দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *