চট্টগ্রাম, , বুধবার, ২৯ মে ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ভিডিও কনফারেন্সর মাধ্যমে আদালত ভবন ও ফায়ার সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-১১-০১ ১৮:০২:০২ || আপডেট: ২০১৮-১১-০১ ১৮:০২:০২

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী উপজেলার আদালত ভবন ও ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকালে সারাদেশের প্রকল্পগুলোর সাথে এদুটি প্রকল্প ও নতুন ভবন উদ্বোধন করেছেন তিনি।

এউপলক্ষে বাঁশখালী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ মোশারফ হোসেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সিনিয়র সহকারী জজ সৈয়দ মাহাবুব আহমদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম, বাঁশখালী আইনজীবি সমিতির সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট এ.আর.এম তকছিমুল গণি ইমন, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আনম শাহাদত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াছিন, এ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন, এ্যাডভোকেট শামসুল ইসলামসহ ফায়ার সার্ভিস ডিফেন্স এসোসিয়েশনের বিভাগীয় কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *