চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদের মাতা সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৮-১১-০৩ ১৯:০৫:১৩ || আপডেট: ২০১৮-১১-০৩ ১৯:০৫:১৩

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি:

পাকিস্তান পাদেশিক পরিষদের সাবেক বিরোধী নেতা মরহুম একেএম ফজলুল কবির চৌধুরী সহধর্মীনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মাতা মরহুমা সাজেদা কবির চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৩ নভেম্বর) উপজেলার গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালিত হয়। জানা যায়, খতমে কোরআন, আলোচনা সভা, কবরে ফুল দিয়ে শ্রদ্ধাা জানান বিভিন্ন রাজনৈতিক  ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় মেজবান। স্থানীয় মসজিদে অনুষ্ঠিত খতমে কোরআন মাহাফিলে উপস্থিত ছিলেন, মরহুমা সাজেদা কবির চৌধুরীর পুত্র সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, জৈষ্ট্যপুত্র ফজলে রাব্বি চৌধুরী মানিক, ফজলে শহীদ চৌধুরী, আফতাফ রহিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট দীপক দত্ত, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, মেজবাহ উদ্দিন আকবর, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, আবদুল লতিফ, জানে আলম জনি, শওকত হাসান, আজাদ হোসেন, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, দিলীপ চৌধুরী, আলমগীর আলী, কাজী ইকবাল,  চেয়ারম্যান দিদারুল আলম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,আব্দুর রহমান চৌধুরী, ভুপেষ বড়–য়া, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিযতোস চৌধুরী, সরোয়ার্দী সিকদার, রোকন উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ, রুনু ভট্টচার্য্য, শওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে, জিয়াউল হক রোকন, আরিফুল হক চৌধুরী, সামীমুল ইসলাম সামু, জাবেদ রহিম, আলমগীর আলী, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আরমান সিকদার প্রমূখ।  মৃত্যুবার্ষিকীতে মরহুমা সাজেদা কবির চৌধুরীর কবরে ফুল দিয়ে  রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক  প্রতিষ্ঠানের  পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *