চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেইঃ ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশ: ২০১৮-১১-০৩ ২০:০৪:৪৯ || আপডেট: ২০১৮-১১-০৩ ২০:০৪:৪৯

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে  সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সংখ্যলঘু বলতে কিছুই নেই। আমরা সবাই এদেশের মালিক। ৩ নভেম্বর রাতে রাউজান পৌর ৫নং ওয়ার্ডের নন্দীপাড়া কালী পূজার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরক্তো কথা গুলো বলেন। নন্দীপাড়া কালী বিগ্র মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক নিরুপম দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পূজা উযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যন প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জেবুর নেছা, রাউজার পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, ম্যলকম চক্রবর্তী ও কালী বিগ্রহ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজু দাশ প্রমূখ। উল্লেখ্য, ঐতিহ্যবাহী নন্দীপাড়া শ্রীশ্রী শ্যামা মায়ের ২৮৩ তম পূজা অনুষ্টিত হতে যাচ্ছে। চারদিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথমদিনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও নাম সংকীতন। প্রাচীন কালী বিগ্রহ মন্দিরটি ২৮৩ বছর অাগে প্রতিষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *