প্রকাশ: ২০১৮-১১-০৮ ১২:০৩:৫৬ || আপডেট: ২০১৮-১১-০৮ ১২:০৩:৫৬
সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পিপিএম আবারো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম শহরের হালিশহর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি শাহজাহানের হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার নুরে আলম মিনা।
এ সময় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি, পুলিশ অফিসার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি সন্দ্বীপে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্বার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো: শাহজাহানকে নির্বাচিত করা হয়।
মো. শাহজাহান ইতিপূর্বে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ জেলা ওসি হিসেবে পুরস্কৃত হওয়া ছাড়াও দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক পেয়েছেন।
সূত্রে প্রকাশ, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে অক্টোবর’১৮ মাসে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম।
অক্টোবর’১৮ মাসে প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত অন্য পুলিশ সদস্যগণ হলেন-
শম্পা রাণী সাহা,অতিরিক্ত পুলিশ সুপার,সীতাকুন্ড সার্কেল।
মো: জাহাংগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাংগুনিয়া সার্কেল।
মো: শাহজাহান পিপিএম, অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানা।
ইমতিয়াজ মো: আহসানুল কাদের ভূঞা, অফিসার ইনচার্জ, রাঙ্গুনিয়া থানা।
মো: কেপায়েত উল্লাহ, অফিসার ইনচার্জ, রাউজান থানা।
মো: আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক(তদন্ত), রাঙ্গুনিয়া থানা।
মীর নজরুল ইসলাম, টিআই (প্রশাসন)।
শাহ মো: আরিফুর রহমান,পুলিশ পরিদর্শক (শহর ও যান:), পটিয়া ট্রাফিক জোন।
সার্জেন্ট/মো: ইব্রাহিম, হাটহাজারী ট্রাফিক জোন।
টিএসআই/মো: নজরুল ইসলাম ভূইয়া, আনোয়ারা ট্রাফিক জোন।
এসআই/হেলাল খান, সন্দ্বীপ থানা।
পিএসআই/গোলাম কিবরিয়া, লোহাগাড়া থানা।
এসআই/সাইমুল ইসলাম, রাউজান থানা।
এসআই/পীযুষ চন্দ্র সিংহ, রাঙ্গুনিয়া মডেল থানা।
এসআই/মো: আবেদ আলী, জোরারগঞ্জ থানা।
এসআই/মো: নাছির উদ্দিন, সীতাকুন্ড মডেল থানা।
এসআই/ওয়াসীম মিয়া, সন্দ্বীপ থানা।
এএসআই/সুজন চন্দ্র পাল, রাউজান থানা।এএসআই/মো: দেলোয়ার হোসেন, জেলা বিশেষ শাখা।