চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেলেন তৃনমূলের কর্মী নুরুল আমিন, উজ্জীবিত নেতা- কর্মীরা

প্রকাশ: ২০১৮-১১-২৭ ২১:৫২:৩২ || আপডেট: ২০১৮-১১-২৭ ২১:৫২:৩২

এম মাঈন উদ্দিন,মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় বিএনপি মনোনয়ন পেয়েছেন ৩ জন। এরা হলেন, মিরসরাই উপজেলা পরিষষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন ,  ব্যবসায়ী কামাল আহম্মেদ ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের  হাতে এই মনোনয়ন পত্র তুলে দেন।

দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নুরুল আমীন বলেন, ‘মিরসরাই বিএনপির দূর্দিনের তৃণমূল নেতা-কর্মীদের সাথে ছিলাম এবং আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। আমি দলীয় হাইকমান্ডের কাছে কৃতজ্ঞ, তারা আওয়ামীলীগ সরকারের আমলে বিগত দশ বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে তৃনমূলের মনের ভাষা বুঝতে পেরে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি ইনশাআল্লাহ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনী আন্দোলনে বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি মনোনয়ন পত্র হাতে পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এম এ জিন্নাহ, ড. এম এম এম রান চৌধুরীর বাসায় সাক্ষাত করেন। এ সময় দলের এ নির্বাচনকে গনতন্ত্রের মুক্তি, বেগম জিয়ার মুক্তি, মানবাধিকার রক্ষা, দেশের মানুষের জানমালের অধিকার আদায়ের সংগ্রাম উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নুরুল আমিন মনোনয়ন পাওয়ার খবরে মিরসরাই বিএনপি যুব দল ছাত্রদল বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করে। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠে। সাবেক এমপি এম এ জিন্নাহ বলেন, বড় দলে প্রতিযোগিতা থাকবে। এই নির্বাচন জানমাল রক্ষার একটি আন্দোলন। এই নির্বাচনে প্রার্থী নয়, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে  নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে কাজ করে প্রার্থীকে বিজয়ী করতে হবে। ড. এম এম এম এম রান চৌধুরী বলেন, আমি সাথে ছিলাম আছি। সবাই নির্বাচনে মনোনয়ন পাওয়ার যোগ্য। দল সবদিক বিবেচনা করে একজনকে দিবে। যাকে দল মনোনয়ন দিবে তার পক্ষে  সকল মানঅভিমান ভুলে দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ নির্বাচনে দল হারলে, দলের ঐক্য নষ্ট হলে কেউ নিরাপদে বাঁচতে পারবেনা। দলের প্রার্থী যে হোক মার্কা ধানের শীষ। এটি বেগম জিয়ার মুক্তির প্রতিক, গনতন্ত্র, জানমালের নিরাপত্তা রক্ষার প্রতিক মনে করে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *