চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে ফেসবুকে প্রতারণার অভিযোগে লোহাগাড়ার যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৯:৪৪:৪০ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৯:৫৭:১০

বীর কন্ঠ  ডেস্ক :

চট্টগ্রাম নগরের কোতয়ালি থানা এলাকায় জাতিয়ালির চক্রের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ নভেম্বর) নিউমার্কেট এলাকার জলসা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত মো. খালেদ মাহমুদ (১৮)  লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খালেদ মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক, ইমেইল হ্যাকিংয়ে দক্ষ খালেদ মাহমুদের মাত্র ২ থেকে ৫ মিনিট সময় লাগে ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক করতে। বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, নগরের জলসা মার্কেট থেকে জাতিয়ালি চক্রের এক হ্যাকার মো. খালেদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

কয়েকদিন আগে সে এক মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে। ওই মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম জানান, অনেকটা শখের বসে হ্যাকিং করা শিখেছে খালেদ মাহমুদ। শেখার পর প্রথম টার্গেট ছিল, তার প্রেমিকার অ্যাকাউন্ট হ্যাক করে কার সাথে চ্যাট করে তা বের করা। পরে হ্যাক করে তার সাবেক প্রেমিকার ফেসবুক অ্যাকাউন্ট। তখন থেকে কোনো মেয়েকে ফেসবুকে প্রপোজ করে তার রেসপন্স পাওয়া না গেলে আইডি হ্যাক করে বশে আনতো খালেদ মাহমুদ। বর্তমানে তার প্রেমিকার সংখ্যা ৪ পেরিয়ে ৫ এর ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *