চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে শীত কালিন সবজির বাম্পার ফলন ও হলেও পোকার আক্রমন বেশি

প্রকাশ: ২০১৮-১২-০৫ ২২:৩৬:৩১ || আপডেট: ২০১৮-১২-০৫ ২২:৩৬:৩১

শফিউল আলম, ফটিকছড়ি : ফটিকছড়িতে শীত কালিন সবজির বাম্পার ফলন হয়েছে। ফটিকছড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেলেও মাঠ পর্যায়ে গেল দেখা যায় সবজির বাম্পার ফলন হলেও পোকামাকড়ে অধিকাংশ সবজি নষ্ট হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। কৃষি কর্মকর্তার সাথে কথা বললে জানান তারা সব সময় কৃষকদের পাশে আছেন, পাশে থেকে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের ফোন করলে তাদেরকে পাওয়া যায় না। একথায় কৃষি অফিসের কোন ধরণের সহযোগিতা তারা পাচ্ছেন না। ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, কাঞ্চন নগর, খিরাম, নানুপুর, ধর্মপুর ও বখতপুর ইউনিয়নে এবার ২ হাজার ৯ শক ৫০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। তাছাড়া ফটিকছড়ি বুকের উপর দিয়ে বয়ে যাওয়া ধুরুং হাল এবং হালদা নদীর চরে ব্যাপক সবজির ফলন হয়েছে। কপি শাক, লাল শাক, মুলা শাক, বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, বেগুন শসা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, বেন্ডি, সহ উপজেলায় ব্যাপক সবজির ফলন হয়েছে।

এ সবজি ফটিকছড়ির চাহিদা মিটিয়ে বাহিরে ও রপ্তানি করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ আরে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফটিকছড়িতে সবজির বাম্পার ফলন হয়েছে আশাকরি কৃষকরা লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *