চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-২৯ ২৩:৫৯:৫২ || আপডেট: ২০১৯-০১-২৯ ২৩:৫৯:৫২

নীরব জসীম : অদ্য হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রতিষ্ঠান মিলনায়তনে অধ্যক্ষ রেহানা আক্তার খানমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক মিসেস জেসমিন পারভিন জেসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও ৪২-নং নাছিরবাদ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্¦ খয়রাতি মিয়া চৌধুরী, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিসেস আনোয়ারা বেগম। প্রতিষ্ঠানের শিক্ষার্থী নূরে জান্নাত ইফতি, সুমাইয়া আক্তার ও অর্পিতা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ফারুক, মোঃ আলমগীর সরকার, দিলা আফরোজ, শিবু চন্দ্র দাশ, জান্নাতুল কাউনাইন, উম্মে তৈয়বা, শর্মিলা রায় কর্মকার, মোঃ আলমগীর, মোঃ সলিমুল্লাহ হাবিবী, মোঃ মঞ্জুর আলম, ফকরুদ্দিন কাজেমী, তারান্নুম দেলোয়ার, সুমন দত্ত, শ্যামলী পাল, নন্দিতা দাশ, মোঃ শাকিল, ঝলক কুমার শীল, মঞ্জু আরা বেগম, আব্দুলাহ হিল আমান আজমীন, গুলশানারা বেগম, রওশন আরা, অশ্রু কনা বিশ্বাস, নুর মোহাম্মদ বেগ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেসমিন পারভিন জেসি বলেন, ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত পরিবেশে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

ফলাফলের বিষয়ে চিন্তা না করে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি বলেন আদর্শ নৈতিকতা সমৃদ্ধ সুশৃঙ্খল ছাত্র-ছাত্রীরা আগামী দিনের উন্নত বিশ্বের বাংলাদেশের ভিত্তি রচনা করবে। সভাপতির বক্তব্যে রেহানা আক্তার খানম বলেন যথাযথ প্রস্তুতি নিয়ে ছাত্ররা কেন্দ্রে তাদের মেধার স্বাক্ষর রেখে সুন্দর পরিবেশ বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহন করে প্রতিষ্ঠানের একজন দূত হিসাবে প্রতিষ্ঠানের মর্যাদা পূর্বের মত অক্ষুন্ন রাখবে এবং প্রত্যেকে আশানুরুপ ফলাফলের মাধ্যমে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকার সম্মান সম্মুন্নত রাখবে এবং একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হবে।আরো বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মোঃ আলমগীর, ফখরুদ্দীন কাজেমী, মোঃ ফারুক। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী নুরে জান্নাত ইফতি। মানপত্র গ্রহণ করে অনুভূতি প্রকাশ করে বক্তব প্রদান করেন বিজ্ঞান শাখার পরীক্ষার্থী মৃন্ময়ী সেন গুপ্ত। ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক সলিমুল্লাহ হাবিবী। পরিশেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *