চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

সাংবাদিক অধীর বড়ুয়ার বড় বোন শিপিং কর্মকর্তা কল্পনা বড়ুয়ার অাকষ্মিক মৃত্যু

প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৮:৫৬:৪০ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৮:৫৬:৪০

বোয়ালখালী প্রতিনিধিঃ দৈনিক বীর চট্রগ্রাম মঞ্চ’র প্রতিবেদক, বৌদ্ধবার্তা মুখপত্র’র সম্পাদক, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সর্ব প্রথম প্রতিষ্টা উদ্যোক্তা, মানবিক সংগঠন “শেকড় “এর বোয়ালখালী উউপজেলা শাখারসভাপতি অধীর বড়ুয়ার মাতৃতুল্য বড় বোন, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী-অান্তর্জাতিক শিপিং লাইন্স কর্মকর্তা মিঃ সঞ্চয়ন বড়ুয়া বাবু গর্ভধারিনী মাতা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাবেক কর্মকর্তা কল্পনা বড়ুয়া গত ৯ ফেব্রুয়ারী দুপুর ১টা ৪৫ মিঃ স্ট্রোক করে ৬৮ বছর বয়সে অাকস্মিক মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, বৃদ্ধ মা,৫ ভাই, ২ বোন, নাত- নাতনীসহ অসংখ্য অাত্নীয় সজন রেখে গেছেন। দীর্ঘদিনের অাবাসস্থল চট্রগ্রাম মহানগরীর মোগলটুলী, শ্বশুরালয় চন্দনাইশস্থ দোহাজারীর জামিজুরীসহ ৩/৪ টি স্থানে একাধিক শোকসভার পর গত ১০ ফেব্রুয়ারী বেলা ২ টায় শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গনে তার সর্বশেষ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান হয়। শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বৌদ্ধ ভিক্ষুদের মধ্য উপস্থিত ছিলেন- ভদন্ত অায়ুপাল মহাথের, ড.সংঘপ্রিয় মহাস্থবির, অনুরুদ্ধ মহাস্থবির, শরনসেন মহাস্থবির প্রমুখ। শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবিরের উদ্বোধনী ভাষন ও প্রয়াতার ছোটভাই সাংবাদিক অধীর বড়ুয়ার স্বাগত ভাষনে অনুষ্টিত এ শোক সভায় বিভিন্ন সংগঠন, গ্রামের প্রতিনিধিবৃন্দ স্মৃতিচারন করেন। সংস্কৃতিকর্মী রাজীব বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্টিত এ শোকসভায় ধন্যবাদ বক্তব্য রাখেন প্রয়াতার একমাত্র পুত্র সঞ্চয়ন বড়ুয়া বাবু।

তাঁর মৃত্যুতে বিভিন্ন গ্রাম ও সংগঠন থেকে প্রায় অর্ধশতাধিক ব্যানার-পুস্পাঞ্জলিসহ শোকাঞ্জলি পরিলক্ষিত হয়। গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে শাকপুরাস্থ নিজ বসতবাড়ীর অাঙ্গিনায় তাঁর সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে অষ্ট উপকরনসহ সংঘদান অনুষ্টান অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *