চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ৮ খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: ২০১৯-০২-২০ ১৯:১৮:৪৬ || আপডেট: ২০১৯-০২-২০ ১৯:১৮:৪৬

আলাউদ্দিন, বীর কন্ঠ:

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খাবারের মূল্য তালিকা না থাকায় লোহাগাড়া উপজেলার  বটতলী মোটর স্টেশন ও পদুয়ায়  রেস্টুরেন্টসহ ৮টি  খাবার হোটেলকে ৪৯  হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ফেব্রুয়ারি (বুধবার)  দুপুর থেকে বিকাল  পর্যন্ত ঘণ্টাব্যাপী এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন লোহগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মসেন সিংহ। 

অভিযানে  বটতলী ষ্টেশনের হোটেল ওঅাইসি ১০হাজার টাকা, নিউ মক্কা ফুডস ১ হাজার টাকা, হোটেল সায়মা ৫ হাজার টাকা, নবাব ব্রাদার্স এন্ড কুলিং কর্ণার ৫ হাজার টাকা, রবদান এন্ড রেষ্টুরেন্টে ১ হাজার টাকা।

পদুয়া ষ্টেশনে হোটেল খাওয়া-দাওয়া ২০ হাজার টাকা, চায়ের কাপে অাড্ডা কুলিং কর্ণার ২ হাজার টাকা, শাহ মজিদিয়া রশিদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আসলাম  বলেন, খাদ্যের গুণগত মান ও ভোক্তা অধিকার সুরক্ষায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন। আজ ৮ টি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা এবং বাকি কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *