চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

উন্নত সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে : পটিয়ায় স্কুল ভবন উদ্বোধনে হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:২২:২৬ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:২২:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, উন্নত সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই শুধু ভবন নির্মাণ করলে হবে না শিক্ষার গুনগত মান নিশ্চিত করার জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ সহ সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। তিনি সুশিক্ষা নিশ্চিত করতে চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠার নানা দিক তুলে ধরে বলেন, সারা দেশের ন্যায় পটিয়ায়ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়ন করা হয়েছে। পটিয়ায় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তিনি শেখ হাসিনা সরকারকে একটি শিক্ষা বান্ধব সরকার হিসেবে অভিহিত করে বলেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল (শনিবার) পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের কালিয়াইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমজাদ সিকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মফজল আহমদ চৌধুরী, আবদুল খালেক চেয়ারম্যান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, শোভনদন্ডী ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. মুছা, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস.এম ইনজামুল হক জসিম, আ’লীগ নেতা আবুল হাসান খোকন, মিজানুর রহমান, জয়নাল আবেদনী মিটু, উপজেলা যুবলীগ সভাপতি এড. বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, ওয়াহিদুল ইসলাম চৌধুরী, এরফান উদ্দিন, রেজাউল করিম, ইউপি সদস্য আবদুল কাইসার কাউসার, মো. ফরহাদ, আলহাজ্ব ইদ্রিস মিয়া চৌধুরী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক, নুরুল কবির, আবুল হাসান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *