চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীর শাকপুরা চৌমুহনীতে সড়কের অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

প্রকাশ: ২০১৯-০৩-০৩ ০০:০৮:০৬ || আপডেট: ২০১৯-০৩-০৩ ০০:০৮:০৬

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীর শাকপুরা চৌমুহনীতে সওজ’র (সরকারি) জায়গা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। ২ মার্চ দুপুর থেকে দীর্ঘ সময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ সাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। জানা যায়-শাকপুরা চৌমুহনীস্থ অারাকান ( চট্রগ্রাম-কক্সবাজার) সড়কের দু’পাশে সড়ক ও জনপথ’র ( সরকারী), ফুটপাতের জায়গা অবৈধ দখল করে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যবসায়ী জমজমাট করে অাসছে। এরি ফলে স্থানীয় স্কুল/ কলেজ/ মাদ্রাসার শিক্ষার্থীরাসহ হাজারো পথচারীগণ চলাচলে বিঘ্নিত হতো। এছাড়া এ ব্যস্থতম সড়কে গাড়ী চলাচলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হতো।

এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাসিক অাইন-শৃংখলা বিষয়ক সভায় বারংবার অভিযোগ উঠে অাসচ্ছে। এ সৃষ্ট যানজট ও অবৈধ দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা হয় বলে সচেতন মহল মনে করেন। এ অভিযান অবৈধভাবে সরকারি জায়গা দখল করে থাকা মাছ, মাংস, কাঁচাবাজার,ফল বাজার ও অন্যান্য ব্যবসার প্রায় ছোট বড় অর্ধশতধিক ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *