চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পশ্চিম পটিয়া এ.জে চৌধুরী ডিগ্রী কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৩-০৫ ২৩:০৭:১৫ || আপডেট: ২০১৯-০৩-০৫ ২৩:০৭:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজে সম্প্রতি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -১৯ কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়। দু’দিন ব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। সাহিত্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক নাজনীন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. শফিকুর রশীদ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক সমীর রঞ্জন নাথ ও অধ্যাপক প্রদৗপ রায়। সাহিত্য বিভাগে ০৭টি এবং সাংস্কৃতিক বিভাগে ০৮টি বিষয়ে প্রতিযোগিতা হয়।

‘শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে মাদক নির্মুল সম্ভব’- এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে দু’দিন ব্যাপি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় আনজুমান সিকদার, জুয়েল শীল, আফ্রিন সুলতানা, টুম্পা দেবী, উম্মে সালমা, আইরিন সুলতানা, ফাহমিদা সুলতানা, তোফাজ্জুল হোসেন, কফিল উদ্দীন, জামাল ইসলাম, জান্নাতুল খুশবু, ফিরোজা আকতার প্রমুখ শিক্ষার্থী প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *