চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বোয়ালখালীর পূর্ব শাকপুরায় মহতী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৩-০৯ ২৩:২৮:১৭ || আপডেট: ২০১৯-০৩-০৯ ২৩:২৮:১৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা গ্রামে সার্বজনীন জ্বালাকুমারী মায়ের মন্দির উৎসর্গ ও মায়ের বিগ্রহ প্রতিষ্ঠাকরন উপলক্ষে ২ দিন ব্যাপি মহতী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত ধর্মসভায় চট্টগ্রামের সমাজসেবামুলক প্রতিষ্ঠান ” আমরা সবাই সনাতনী সংগঠনের পÿ থেকে গীতা দান ও প্রনামী প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত ধর্মসভায় বক্তব্য রাখেন ধর্মীয় বক্তা অধীর শীল, সংগঠনের উপদেষ্টা হারু শীল। এসময় উপস্থিত আমরা সবাই সনাতনী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল শীল, অধীর শীল, হারু শীল, অমু শীল, শিমুল শীল, পলাশ শীল, জনি শীল, টনি শীল, জুয়েল শীল প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই সনাতনী সংগঠন দীর্ঘ ৪ বছর ধরে আত্ম-মানবতার সেবায় বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি মনা শীল, সহ সভাপতি রুবেল শীল, প্রচার সম্পাদক জনি শীল, অর্থ সম্পাদক নেপাল দাশ, সনজীত শীল সহ অন্যান্য সদস্যরা এ সংগঠন পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সবাই সনাতনী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *